সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি,(দিনাজপুর) :

সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কের দুপাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে বিভিন্ন প্লেকার্ড লেখা ছিলো। যাতে লেখা ছিলো “মাদকমুক্ত ক্যাম্পাস চাই” “দৃবৃত্তদের হামলার বিচার চাই” সহ বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড।

গত কিছুদিন যাবত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তুচ্ছ ঘটনা নিয়ে একের পর এক বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সম্পৃক্ত সকলের শাস্তি দাবি জানিয়েছেন তারা। এছাড়া হল ও ক্যাম্পাস থেকে মাদক ও চাঁদাবাজদের বের করে দেওয়ার দাবি তোলেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।


alokito tv

Pin It on Pinterest