ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৩

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বিএনপির যুবদল ,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পন্ড।৩রা আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪টার সময় আমতলা রোড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানের নামে রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি শহরের সাধনা মোড় হয়ে শীতলাখোলা মোড়ে পৌছামাত্র পুলিশ বাধা দেয় এবং ব‍্যানার কেড়ে নেয় ।সামনে আর যেতে দেয়নি পুলিশ।

পুলিশের বাধায় সেখানেই বিক্ষোভ সমাবেশ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের আহবায়ক শামীম তালুকদার সদস্য সচিব আনিছুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন তুহিন।

সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার শাফায়েত, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান খান ।

ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু সহ যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয়
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবদলের আহবায়ক শামীম তালুকদার বলেন দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা:জোবাইদা রহমানের নামে চক্রান্ত মুলক মিথ্যা মামলায় অন‍্যায় রায়ের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশলীগ বাধা দেয় ।আজ দেশে কোন গনতন্ত্র নেই।গনতান্ত্রিক অধিকার এই আওয়ামী লীগের পুলিশলীগ বাহিনী কেড়ে নিয়েছে। নিন্দা ও প্রতিবাদ জানাই।


alokito tv

Pin It on Pinterest