ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস পালিত

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপরে সহিংসতার আশংঙ্কা: প্রতিরোধ গড়ুন প্রতিবাদ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। নারীপক্ষের অধিকার এখানে, এখনই(RHRN-2) প্রকল্প এর উদ্দোগে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ২ ডিসেম্বর ১১ টায় নলছিটি বিজয় উল্লাস চত্বরে আয়োজন করে।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,বিশেষ অতিথি ছিলেন, নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,নলছিটি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন হাওলাদার, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা। সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল স্বাগত বক্তব্য প্রদান করেন।

 

অতিথি বৃন্দ বলেন, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নারীরা শুধু নির্বাচন কালীন নয় তারা অনেক ক্ষেত্রেই নির্যাতনের স্বীকার হয়। চাকরির প্রলবন দেখিয়ে, বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়। এছাড়াও তারা অনেক সময় স্বামী কর্তৃকও নির্যাতনের স্বীকার হয় তবে তারা মুখ খুলে কিছু বলতে পারে না। নারীরা যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টা করেন। আমরা নারীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।


alokito tv

Pin It on Pinterest