ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫
বিশেষ প্রতিবেদক
মো: শাহ আলম
ধারাবাহিক ভাবে এক মাস সিয়াম সাধনার পর হিজরি সনের দশম মাস তথা শাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়।
ঈদ শব্দটি আরবি,যার অর্থ আনন্দ। ফিতর শব্দটিও আরবি,যার অর্থ সাওম ভাঙা। ঈদুল ফিতরের অর্থ সাওম শেষ হওয়ার আনন্দ, আল্লাহর নিয়ামত লাভ করার আনন্দ ও উপবাস ভাঙার আনন্দ।
ঈদুল ফিতর মুসলিম জাতির সবচেয়ে আনন্দের দিন।এই দিনে একে অপরের ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য-সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।হিংসা-বিদ্বেষ,অহংকার, রাগ-ক্রোধসহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার এক মহা উপলক্ষ ও উৎসবের দিন।
এরই ধারাবাহিকতায় এক উম্মাহ, এক চাঁদের স্লোগান কে সামনে রেখে সৌদির আরবের সাথে মিল রেখে ঢাকার পান্থপথে প্রতি বছরের ন্যয় এবারও সামারাই কনভেনশন সেন্টারে ২০২৫ সালের ঈদুল ফিতরের সলাত সকাল ৭.৩০ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সহ মোট ৩ টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কয়েক হাজার মুসল্লির মিলন কেন্দ্রে পরিণত হয়েছে সামারায় কনভেনশন সেন্টার।আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলাহা ইল্লালাহু আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ এই তাকবীরে মুখরিত ঈদগাহ প্রাঙ্গণ।
বর্তমান সময়ে বিশ্বের কোন দেশে আকাশে চাঁদ দেখা গেলে তা মূহুর্তেই পৌঁছে যায় সারা বিশ্বে। ফলে একই সময়ে রোজা ও ঈদ পালনে ইসলামী শরিয়তে কোনো বাধা নেই বলেই মত দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সর্বোচ্চ ফিক্হ একাডেমি। এমন অবস্থায় অভিন্ন হিজরি তারিখ বাংলাদেশেও বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম উম্মাহ ট্রাস্ট।
ঈদুল ফিতরের সলাত শেষে খুতবায় খতিব সাহেব দীঢ়ভাবে এই জামাতের প্রচার প্রসারে আগত মুসল্লিদের আহ্বান জানিয়েছেন। মুসলিম বিশ্বের সমসাময়িক বিষয় নিয়ে মুসলিম উম্মাহ কে সতর্ক করেছে। বিশেষ করে গাজাবাসীর জন্য দোয়া করেছেন। এই জামাতকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করতে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে স্বারকলিপি প্রদানের ঘোষনা দেন। মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে ঈদুল ফিতরের সলাতের কার্যক্রম শেষ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST