ঈদুল আযহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এসএসপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫

ঈদুল আযহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এসএসপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল

 

বিশেষ প্রতিনিধি:
দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই দিনে আমরা সাম্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করি। ঈদ হোক শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা বহনকারী।”

তিনি আরও বলেন,
“একমাত্র ত্যাগ ও ভালোবাসাই পারে সমাজে সত্যিকারের পরিবর্তন আনতে। আসুন, ঈদুল আযহার শিক্ষা ধারণ করে আমরা একে অপরের পাশে দাঁড়াই, দুঃখী-দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাই।”

জালাল উদ্দিন জুয়েল সকল সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “মহান আল্লাহ্‌ যেন সকলকে সুস্থ, শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদের আনন্দ উপভোগ করার তাওফিক দান করেন— এই প্রার্থনা করি।”


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest