তেঁতুলিয়ায় ইউনিয়ন পরিষদের টয়লেটে মিলল শিশুর মরদেহ

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

 

 

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়ায় টয়লেট থেকে ৬ বছর বয়সী আল হাবিব নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে । মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের এক টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড এমন ধারণা পুলিশের। নিহত আল হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

 

এলাকার লোকজন জানায়, বিকেলে খেলতে বের হয়েছিল শিশুটি। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় দীর্ঘ সময় ধরে তাকে খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে রাতে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। এ সময় শিশু হাবিবের মরদেহ ভাঙা টয়লেটের উপর পড়ে থাকতে দেখা যায়। পরনের শার্ট দিয়ে পেঁচানো ছিল গলা। আঘাতের চিহ্ন রয়েছে মাথার পিছনেও। এ ঘটনায় হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্থানীয়দের।

 

নিহত শিশুর বাবা আশরাফুল ইসলাম একজন বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। এক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে পরিবার নিয়ে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটছিল তাদের।

 

বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের পেছনে পরিত্যক্ত ভবনে বাচ্চাটিকে দেখতে পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়রা খবর দিলে থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তবে মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাটি উদঘাটনে তদন্ত চলছে।’ সঠিক উদঘাটন খুব শীঘ্রই করা করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest