আব্দুস সালামের মুক্তির দাবিতে মানববন্ধন, বিজিবির হুমকিতে আতঙ্কিত এলাকাবাসী

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

আব্দুস সালামের মুক্তির দাবিতে মানববন্ধন, বিজিবির হুমকিতে আতঙ্কিত এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য আব্দুস সালামকে ষড়যন্ত্রমূলক ভাবে মাদক ও অস্ত্র মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।

 

 

গত ২১ জুলাই (সোমবার) সকালে ইউনিয়নের মহাম্মদপুর চর এলাকায় সহস্রাধিক নারী-পুরুষ এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউপি সদস্য সালামের পরিবার, স্বজন, স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

 

বক্তারা বলেন, “আব্দুস সালাম একজন সৎ, নির্ভীক ও জনকল্যাণে নিবেদিত ইউপি সদস্য। তাকে পরিকল্পিতভাবে বিজিবির একটি অংশ মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রের শিকার করেছে। তার ওপর দায় চাপিয়ে একটি মহল রাজনৈতিক ও ব্যক্তিগত সুবিধা নিতে চাইছে।” সালামের স্ত্রী রুবিয়া খাতুন জানান, “১২ জুলাই রাতে তার স্বামী স্থানীয় এক দোকানে বসা অবস্থায় বিজিবির নায়েক সুবেদার তাকে ফোন করে পাশের গ্রামে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে জানতে পারি, তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

একইদিনে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আব্দুস সালামকে ১টি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো।

 

 

মানববন্ধনের পর থেকে বিজিবির কিছু সদস্য আন্দোলনকারী সাধারণ জনগণকে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে। ফলে মোহাম্মদপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক পুরুষ বাড়ি ছেড়েছে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখছে।

 

 

এই প্রেক্ষাপটে এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেন, “সত্য ঘটনা তদন্ত করে নির্দোষ ইউপি সদস্য আব্দুস সালামকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

 

এলাকাবাসীর বার্তা “আমরা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল, তবে নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে জেলে রেখে গোটা একটি গ্রামকে আতঙ্কে রাখা মানবাধিকার পরিপন্থী। স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত বিষয়টি দেখবেন বলে আমরা আশাবাদী।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest