ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১১ টায় কলাপাড়া সাংবাদিক ক্লাব’র সম্মুখ হতে একটি বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাবের সামনে এসে শেষ হয়। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রথমেই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন কলাপাড়া পৌর মেয়র ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার ও ক্লাবের সাংগঠনিক পতাকা উত্তোলন করেন কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়। পরে ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দোলন ঢালীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলাপাড়া সাংবাদিক ক্লাব’র সাধারণ পরিষদের এক নম্বর সদস্য অধ্যাপক মঞ্জুরুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক ক্লাব সদস্য অনন্ত কুমার মুখার্জি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র দপ্তর সম্পাদক সাংবাদিক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক ইমন আল আহসান, সদস্য এইচআর মুক্তা, আরিফ শিকদার, মাসুম বিল্লাহ, কলাপাড়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ তারেকুজ্জামান তারা, কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন , প্রথম আলো বন্ধুসভা কলাপাড়া শাখার সভাপতি মোস্তফা জামান সুজন, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির সদস্য শুভ্রা মুখার্জী কল্যাণী, রুবিনা ইসলাম, সালমা কবীর, রাশিদা বেগমসহ সাংবাদিক ক্লাব’র সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST