ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আবদুর রহমানকে কুপিয়ে জখমের প্রতিবাদে ২য় দিনেও মানব বন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের মানববন্ধনে সায় দিয়ে সাধারণ ব্যবসায়ী, জনতারা মানব বন্ধনে দাড়িয়ে যায়। সোমবার সকল ১০ টায় তালতলী বাজারে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন তালতলী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল হারুন অর রশিদ খান, কলেজের প্রভাষক সিদ্দিকুর রহমান, প্রভাষক আঃ হালিম যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাজাহান টুকু বড়বগী ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু, যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, উপজেলা ছাত্র দলের সভাপতি আতিকুর রহমান অসিম,উপজেলা ছাত্র লীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, ফয়সাল আহমেদ, প্রমুখ। এ দিকে তালতলী সরকারি কলেজের বর্তমান শিক্ষার্থীরা জানিয়েছেন ঘটনার সাথে জরিত সন্ত্রাসী গ্রেফতারের দাবীতে প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছ। এই সময় অতিক্রম হওয়ার পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ বিষয় সহকারী পুলিশ সুপার, মোঃ রবিউল ইসলাম (আমতলী-তালতলী সার্কেল) বলেছেন ঘটনার সংবাদ শুনেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহত স্যারের সাথে কথা বলেছি। কলেজের শিক্ষার্থী দের সাথে কথা বলছি। আমি সহ পুরো পুলিশ বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এবং রবিবার জিগ্যেসা বাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছ আমারা চেষ্টা করছি দ্রুত হামলা রহস্য উদঘাটন করে হামলা কারিদের গ্রেফতার করতে। উল্লেখ্য গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কলাবাগান এলাকায় তালতলী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ও হিসাববিজ্ঞান বিভাগের প্রধান আবদুর রহমানের নিজ বাসায় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে লুকিয়ে থাকে সুযোগ বুঝেই কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে চলেযায় । বহির থেকে তাদের দরজা লক করে রাখে এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় আবদুর রহমান বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় আছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST