ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট’র অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

গোলাম মহমুদ সাওন,বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অংশগ্রহন না করায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রধান করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী। ১৪৪/১ স্মারকে প্রেরিত পত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃউপজেলা প্রশাসন ,বোরহানউদ্দিন এর আয়োজনে ৯ ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১০টি ভেন্যুতে একযোগে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করেন। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটি এর শিক্ষার্থীগন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি।সরকার কর্তৃক জারিকৃত আদেশ এবং জাতীয় সংগীত বিধিমালা ১৯৭৮ এর অবমাননার অভিযোগে ভোলা পলিটেকটিক ইনস্টিটিউট এর অধ্যক্ষকে ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে পত্র প্রেরণ করেন। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম জানান,বিষয়টি তিনি অবগত ছিলেন না। তাছাড়া পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে থাকায় ওইদিন একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে প্রতিষ্ঠানের দুইজন শিক্ষক জানান, ওই দিন তাদের একাডেমিক কার্যক্রম চলমান ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন চন্দ্র দে জানান,সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করা হয়েছে। নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মোঃ কবির হোসেন জানান,তাদেরকে বিষয়টি টেলিফোনেও অবগত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী জানান,এখনও জবাব পাইনি।জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest