অমর ২১ শে ব্যাডমিন্টন খেলার চ্যাম্পিয়ন হয়েছে কলাপাড়া ক্লাব

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

অমর ২১ শে ব্যাডমিন্টন খেলার চ্যাম্পিয়ন হয়েছে কলাপাড়া ক্লাব

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: মহিপুর সদর ইয়ং জেনারেশনের উদ্যোগে অমর ২১ শে উইন্টার ফেস্টিভাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলায় কলাপাড়া ক্লাব চ্যাম্পিয়ন ও ব্লাড ব্রাদার্স রানাসআপ হয়েছে। খেলায় তৃতীয় স্থান অধিকার করেছেন মহিপুর পল্লি বিদ্যুৎ সমিতি। সোমবার শেষ বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বাজার মাঠে ফাইনাল খেলার মাধ্যমে অমর ২১ শে ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপ্তি টানা হয়েছে। প্রতি বছরের মত এ বছর টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহন করেন। কুয়াকাটা, মহিপুর, চাপলী, হাজীপুর ও কলাপাড়া সদর থেকে এ দলগুলো অংশগ্রহন করেছেন। বিভিন্ন ক্যাটাগরীতে খেলা শেষে সোমবার ফাইনালের মাধ্যমে কলাপাড়া ক্লাব চ্যাম্পিয়ন ট্রপি ছিনিয়ে নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে নগদ চেক ও ট্রপি তুলে দেয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের শিক্ষক মো. জয়নাল আবেদীন, মহিপুরের সমাজসেবকমো. হারুন-অর-রশিদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে রঞ্জন, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক, সদস্য মো. হারুন-অর-রশিদসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest