শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনা মোতাবেক নগরীর পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও নিরুপম মজুমদার। অভিযানকালে সরকার কর্তৃক নির্ধারিত পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ৪ ধারায় অপরাধ আমলে নিয়ে ১৪ ধারা মোতাবেক ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত অন্যান্য দোকান মালিকদের সরকার কর্তৃক নির্ধারিত পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার জন্য পরামর্শ দেওয়া হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পাট অধিদপ্তর, বরিশাল এর মূখ্য পরিদর্শক জনাব নওশের আজাদ।