মো.সাইফুল ইসলাম,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের ২০২০ সালের সাব-ইন্সপেক্টর পদে নির্বাচিত মির্জাগঞ্জের ৩কৃতি সন্তানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম। পটুয়াখালী পুলিশ সুপারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে পৃথক পৃথকভাবে নির্বাচিতদের বাড়ি গিয়ে তাদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করান। ইন্সপেক্টর পদে চূড়ান্ত ভাবে নির্বাচিতরা হলেন-উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন গাজীর ছেলে মোঃ আবুল কালাম আজাদ,ধনমানিক চত্রা গ্রামের মৃত. আঃ খালেকের ছেলে মোঃ তারিকুল ইসলাম ও আন্দুয়া গ্রামের আঃ কুদ্দুস হাওলাদারের ছেলে মোঃ আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ শাহ আলম। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,নির্বাচিত প্রত্যেকেই মেধাসম্পন্ন এবং গরীব ঘরের সন্তান। মেধা যোগ্যতায় সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এসময় কৃতকার্যরা কোন প্রকার সুপারিশ ব্যতীত মেধা যোগ্যতায় তাদের নির্বাচিত করায় পুলিশের আইজিপি ও পটুয়াখালী পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।