তারাগঞ্জে কৃষকের বাড়ি থেকে নগদ টাকা ও র্স্বন অলংকার চুরি

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

তারাগঞ্জে কৃষকের বাড়ি থেকে নগদ টাকা ও র্স্বন অলংকার চুরি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ তারাগঞ্জে বড় ভাইয়ের দেড় লাখ টাকা মূল্যের দুটি ষাড় চুরি যাওয়ার ১৫ দিনের ব্যবধানে আবার ছোট ভাইয়ের ঘরের দরজা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা সহ স্বর্ন অলংকার চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিরামপুর হিন্দুপাড়া ডাঙ্গাপাড়া গ্রামে। খেঁ নিয়ে জানাগেছে, ওই গ্রামের কৃষক ইন্দ্র জিৎ রায় কয়েকদিন পূর্বে বাড়ির কাজের জন্য একটি এনজিও থেকে দুই লাখ টাকা ঝন হিসাবে নেন। ঝনের টাকা গুলো তার স্ত্রীর রাখা স্বর্নের গয়নার কাছে আলমারীতে রাখেন। গত মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরে ঘুমিয়ে পড়লে রাতের যেকোন সময় চোরেরা বাড়ীর প্রাচীর বেয়ে প্রবেশ করে ঘরের টিনসেট দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করেন। এসময় চোরেরা কৌশলে ঝনের দুই লাখ টাকা, একটি সিমসহটার্জ মোবাইল ও প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্নের গয়না নিয়ে যায়। ইন্দ্র জিৎ রায় জানায়, ঘরে চাবীসহ মটোরসাইকেল, টিভি, ল্যাবটব থাকলেও সেগুলো চোরেরা নিয়ে যায়নি। তিনি আরো জানান, কয়েকদিন পূর্বে তার বড়ভাই উপজেলার ইকরচালি ইউনিয়নের কাঁচনা গ্রামের বাসিন্দা ভুপেন্দ্র রাথ রায়ের গোয়াল ঘর থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুইটি ষাড় গরু নিয়ে যায়। এদিকে ঘটনার একদিন আগে ওই গ্রামের জয়গোপাল রায়ের একটি গাভী, একটি বাছুর ও দুইটি ছাগল যার আনুমানিক মূল্যে ৭০ হাজার টাকা এবং ওই রাতেই একই গ্রামের কিরণ চন্দ্রের গোয়াল ঘরের তালার ভেঙ্গে একটি গাভি ও একটি বাছুর চুরি করে চোরেরা নিয়ে যায়। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, চুরি ঠেকাতে ইতি মধ্যে পুলিশ সদস্যদের নিয়ে বৈঠক করেছি। গ্রাম পুলিশকেও টহল দেওয়ার নির্দেশ দিয়েছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest