পঞ্চগড়ের ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক ৩

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

পঞ্চগড়ের ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে আটক ৩

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় গভীর রাতে মাইক্রোবাস যোগে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন জন ডাকাতকে আটক করেছে বোদা থানা পুলিশ। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে মাইক্রোবাসসহ তাদেরকে বোদা বাজার থেকে আটক করা হয়। ডাকাত তিনজন হলো, তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাথা ফাটা এলাকার সফিকুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (২০), আজিজনগর এলাকার নুরুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) ও একই উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারি এলাকার বিকাশ বর্মনের ছেলে উদয় বর্মন (২২) । পুলিশ জানায়, আটক কৃত তিন জনসহ একদল ডাকাত গভীর রাতে বোদা বাজারে মাইক্রোবাস নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পরে পুলিশ ও লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এক পর্যায়ে মাইক্রোবাসে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ওই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest