উপজেলা নির্বাচন অফিস দুর্নীতির আখরা এনআইডি’র অনলাইন কপিতে অতিরিক্ত ফি আদায়। খতিয়ান (১)

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

উপজেলা নির্বাচন অফিস দুর্নীতির আখরা এনআইডি’র অনলাইন কপিতে অতিরিক্ত ফি আদায়। খতিয়ান (১)
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি :- বরগুনার তালতলী উপজেলা নির্বাচন অফিসে এনআইডি’র অনলাইন কপিতে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। ভোটার স্থানান্তরে সরকারী কোন ফি না থাকলেও ২৩০ টাকা করে নেয়া হচ্ছে। এসকল অভিযোগ রয়েছে উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী আঃ রহিম এর বিরুদ্ধে। জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী আঃ রহিম দুর্নীতির মাধ্যমে অন লাইন কপিতে ১১৫ টাকার পরিবর্তে নেয়া হচ্ছে ২৩০ টাকা। অন্যদিকে ভোটার স্থানান্তরে কোন ফি ধার্য না থাকলেও সেখানেও তিনি নিচ্ছেন ২৩০ টাকা। কোন সেবাপ্রার্থী অর্থাভাবের কারণে ওই ২৩০ টাকা থেকে মাত্র ৩০ টাকা কম দিতে চাইলেও সে আপত্তি টুকু তিনি মানছেন না। অফিসে অনলাইন কপি আনতে গেলে সেই অফিস সহকারী ২৩০ টাকা নিয়ে আবার শিখিয়ে দিচ্ছেন কেউ জানতে চাইলে বলবেন ১৪০ টাকা নিয়েছে। সরেজমিনে গেলে ভুক্তভোগীদের মধ্যে তালতলী বন্দরের হাইরাজ মাঝি, নয়াপাড়া গ্রামের কাওসার হামিদ, বড় অংকুজান পাড়ার মোঃ রাজু, জাকির তবক গ্রামের মোঃ জাহিদ হাসান, উত্তর ঝাড়াখালী গ্রামের মোঃ শাহিন রানা, নলবুনিয়া গ্রামের নাসির উদ্দিন, নয়াভাইজোড়া গ্রামের আবুল কাসেম, জয়ালভাঙ্গার দক্ষিণ পাড়া গ্রামের মোঃ কাইয়ুম ও লালুপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম জানান, এনআইডি’র অনলাইন কপি সংগ্রহ করতে তাদের কাছ থেকে ২৩০ টাকা করে নিয়েছে। তারা ওই টাকা থেকে মাত্র ৩০টাকা কম দিতে চাইলেও তা দিতে পারেননি। কোন ব্যক্তি তার জাতীয় পরিচয় পত্রের সামান্য ভুল সংশোধনের জন্য গেলে ওই অফিস সহকারী ৬ মাস লাগবে বলে পাঠিয়ে দেন। যারা তার সাথে সমন্বয় করে তাদের কাজ করে দেন। এ ব্যাপারে ওই অফিস সহকারী আঃ রহিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন বদলী হয়ে তালতলী অফিসে যোগদান করার পর কিছু দিন ২৩০ টাকা করে রাখা হয়েছিল। এখন ১১৫ টাকা করে রাখছি। ভুল সংশোধনের জন্য সমন্বয়ের ব্যপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন অফিস অফিসের নিয়মেই চলে। এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, এরকম হওয়ার কথা না, আমি বিষয়টি দেখছি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest