মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি:- বরগুনার তালতলীতে স্বামীর নষ্ট হওয়া দুটি কিডনীর চিকিৎসার পৌনে ৫লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছে স্ত্রী হামিদা বেগম। (২০ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় তালতলী প্রেসক্লাবে এসে এমন অভিযোগ করেন কিডনী নষ্ট হওয়া মূমুর্ষ মাছুম বিল্লাহর বাবা মোঃ ইউনুচ আলী হাওলাদার। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার দক্ষিণ ঝাড়াখালী গ্রামের মোঃ ইউনুচ আলী হাওলাদারের পুত্র মাছুম বিল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ভারতের একটি হাসপাতালে ভর্তি হলে টাকার অভাবে চিকিৎসা না নিয়ে দেশে ফিরে । ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক মোঃ ইসতিয়াক মোশাররফ জানান মাছুমের ২টি কডিনীই নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসার জন্য প্রায় ৬লক্ষ টাকার প্রয়োজন। পুত্র কে বাঁচাতে দরিদ্র ইউনুচ আলী চিকিৎসার জন্য সম্প্রতি তালতলী কৃষি ব্যাংক থেকে ২লক্ষ ২৫হাজার টাকা ঋৃন গ্রহন করেন এবং ১৭ ফেব্রুয়ারী নিজ দখলে থাকা ৩৩শতাংশ জমি টুকু বিক্রি করে ২লক্ষ ৫০হাজার টাকা সংগ্রহ করে মাছুমের স্ত্রী হামিদা বেগমের কাছে গুচ্ছ রাখেন। হামিদা বেগম টাকার লোভ সামলাতে না পেরে ওই টাকা নিয়ে পালিয়ে যায়। অনেক খুজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি তবে তাদের ধরনা। হামিদা বেগম তার বাবার আশ্রায়ে লুকিয়ে রয়েছে। চিকিৎসার টাকা নিয়ে পুত্রবধু পালিয়ে যাওয়ায় মাছুমের চিকিৎসা এখন অনিশ্চিত হয়ে পরেছে। তালতলী থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান, বিষয়টি শুনেছি, তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।