ঢাকা ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
এনামুল হক, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে এক শিক্ষার্থী নিহত ও ১জন আহত হয়েছে। আহতকে আশংকাজনক অবস্থায় বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দুই শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুর ১২টায় গ্রামের বাড়ি রামনগর তাঁতেরকাঠী এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে বাউফলের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে নাজিপুর এলাকার মৃধা বাড়ীর মোড়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ছিটকে পরে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ডা: তানভীর আহম্মেদ ১জনকে মৃত ঘোষনা করেন। নিহত আরিফুল ইসলাম বরিশাল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ২য় বর্ষের ছাত্র ও আহত হৃদয় শেষ বর্ষের ছাত্র।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST