মাতৃভাষা দিবস : এইচ. আর. রুবেল

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

মাতৃভাষা দিবস : এইচ. আর. রুবেল
 মোঃ জসিম উদ্দিন দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি :-
মাতৃভাষা দিবস : এইচ. আর. রুবেল
৪৭ এ দেশ ভাগের পর ভাষা নিয়ে হয় বিরোধীতার ঝড়, কেহ চায় উর্দুৃ কেহ বাংলা চায়, উর্দুই একমাত্র ভাষা ঘোষনা হয়, বিভিন্ন আন্দোলন আর সংগ্রাম হয় দফায় দফায়, এভাবেই চারটি বছর কেটে যায়। ৫২’র ২১ তারিখ বৃহস্পতিবারে ১৪৪ ধারা জারি করে, মানেনা ধারা বাংলা চায় যারা বিক্ষোভে ফেটে পরে, ছাত্র জনতা মিছিল বের করে। নিষ্ঠুর পুলিশ গুলি চালায় গুলিতে আমার ভাইয়েরা প্রান হারায়। রঞ্জিত হয়েছিল রাজপথ ঝড়েছিল রক্ত, ইতিহাসে যা রহিয়াছে ব্যক্ত। ছাত্রদের প্রানের বিনিময় বাংলাভাষা স্বীকৃতি পায়, ৯৯ তে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পায়। এ কবির মনে আজও প্রশ্ন রয় ২১ শে ফেব্রুয়ারির বদলে কেন ৮ই ফাল্গুন নয়?

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest