সখীপুরে ভাষা শহীদদের স্মরণে ১৬ বছর ধরে সেবা দিচ্ছেন ক্যাম্পস।

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

সখীপুরে ভাষা শহীদদের স্মরণে ১৬ বছর ধরে সেবা দিচ্ছেন ক্যাম্পস।
সিরাজুস সালেকীন সিফাত (সখীপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ কিডনি এওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) নামের একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান টাঙ্গাইলের সখীপুরের হাতীবান্ধা ইউনিয়নের তালিমঘর এলাকায় দীর্ঘ ১৬ বছর ধরে দুঃস্থ ও অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে আসছে। ২০০৪ সাল থেকে প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারিতে ওই সেবামূলক প্রতিষ্ঠানটি একই স্থানে এ সেবা দিয়ে চলেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ওই প্রতিষ্ঠানটি এবারও রাজধানী ঢাকা থেকে আসা শতাধিক চিকিৎসক প্রায় আড়াই হাজার রোগীকে সেবা দিয়েছেন। দেশসেরা কিডনি রোগ বিশেষজ্ঞ, ক্যাম্পসের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এমএ সামাদ জানান, তাঁদের এ সংগঠনটি গত ১৬ বছর ধরে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছেন। শুক্রবার সকাল ১১টায় মেডিকেল ক্যাম্পে আয়োজিত ‘রোগ প্রতিরোধে সুস্থ জীবন ধারা’ শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ শেষে এমএ সামাদ ক্যাম্পসের কার্যক্রম তুলে ধরেন। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম। এছাড়াও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,সিনিয়র সহকারী সচিব অামিন শরীফ, সিনিয়র সহকারী সচিব, মোহাম্মদ অাওলাদ হোসেন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মো. আবদুল হালিম, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম ফজলুর রহমান, ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সালেহীন, ক্যাম্পসের প্রতিষ্ঠাতা সহসভাপতি নাসরিন বেগম, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলীদ ইসলাম, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান,সহকারী কমিশনার (ভূমি), হামীম তাবাসসুম, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার,সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.অামির হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিন অালী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম বলেন, ক্যাম্পস দীর্ঘদিন ধরে এ অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় কাজ করে চলেছেন। এ প্রতিষ্ঠানটি একটি বিশেষ দিনে মানুষকে সেবাদানের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছে।গতকাল শুক্রবার ওই ক্যাম্পে সেবা নিতে আসা উপজেলার পাথারপুর গ্রামের আজাহার আলী জানান, আমি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছি। এ জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসা করা আমার পরিবারের পক্ষে সম্ভব নয়। বিনামূল্যে চিকিৎসার কথা শুনে এসেছিলাম। কিছু ওষুধ ও কিডনি রোগীদের কী করণীয় তা জেনে গেলাম। এখানে এসে আমার অনেক উপকারই হয়েছে।হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ক্যাম্পসের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ সামাদের বাড়ি আমার ইউনিয়নের হাতীবান্ধা গ্রামে। তাঁর কারণে আমার ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষ সহজেই সেবা পাচ্ছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest