বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জহিরুল হক, বরগুনা জেলা প্রতিনিধি :

 

বরগুনা জেলা ছাত্রদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজন ও নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।

 

বুধবার (১ জানুয়ারি) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বেলা ১২ টায় দলীয় কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

পরে প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজবুল কবির, কে এম শফিকুজ্জামান মাহফুজ, সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, আশির দশকের জেলা ছাত্রদলের সভাপতি অধ্যাপক মোঃ জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম নাসির, রাকিবুল ইসলাম রাকিব, আমিনুল ইসলাম নাবিল, গোলাম রাসেল খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরিফ, প্রচার সম্পাদক সালেহ আরাফাত, সহ-সম্পাদক রেশাদ জামান বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক মো: রাইসুল আমিন হৃদয় ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন নাদিম।

 

অনুষ্ঠান পরিচালনা করেন সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ রাজন।

 

বক্তারা সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

 

বলেন ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest