আগৈলঝাড়ায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

আগৈলঝাড়ায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও নেতৃত্ব বিকাশের লে রবিবার ২৩ ফেব্রুয়ারী সরা দেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ইং সম্পন্ন হয়েছে। সরেজমিনে গতকাল রবিবার উপজেলার নগরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল এক নতুন দৃশ্য। ছোটদের নির্বাচন নিয়ে বড়রাও আগ্রহী হওয়ায় বিদ্যালয়ের বাইরে অভিভাবকদের ভিড় ল করা গেছে। কিন্তু অভিভাবকরা কেউই ভেতরে ডুকতে পারছেন না কারণ বিদ্যালয়ের সামনেই কাগজে টানানো দিক-নির্দেশনা-ভোটার ব্যতিত প্রবেশ নিষেধ। মাথার উপরে গাছের ডালে, দেয়ালে সাদা-রঙিন, হাতে লেখা পোস্টার মেধাবি ছাত্র মোঃ আশ্ররাফুলকে ভোট দিন, মেধাবি ছাত্রী লামিয়াকে ভোট দিন। এটা ছিল বিদ্যালয়ের বাইরের অবস্থা। ভেতরে নির্বাচন কমিশনার, প্রিসাইডিং অফিসার, প্রার্থী, পোলিং অফিসার, এজেন্ট সবাই যে যার কাজে ব্যস্ত। শৃঙ্খলা মেনে ৩য় থেকে ৫ম শ্রেণীর ক্ষদে শিার্থীরা সবাই তাদের মুল্যবান ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে লাইনে দাঁড়িয়ে অপো করছে। একজন প্রার্থী ভোট দিয়ে বের হয়ে যাওয়ার পর ওপর প্রার্থী কেন্দ্রে ঢুঁকে তার ভোট প্রয়োগ করছে। এমনি চিত্র দেখা গেছে উপজেলার প্রায় সব স্কুলে। শিকদের সাথে আলাপ করে জানা গেছে, রবিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বেলা ১টায়। অধিকাংশ বিদ্যালয়ে ২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ভোট গ্রহনের সময় প্রার্থীরাও দেখাল মহানুভবতার নিদর্শন। তাদের কচি মনে নোংরা রাজনীতির আঁচ যে লাগেনি তা বুঝা গেল কেন্দ্রে কিছুণ থাকার পরেই। প্রার্থীরা এক সাথে এসে বুািঝয়ে দেয় ভোট দেয়ার নিয়ম। উল্লেখ্য, প্রতিটি কাউন্সিলে নিয়মানুযায়ী ৭জন করে সদস্য নির্বাচিত হবেন। নগরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক হাবিবুর রহমান জানান, সকল শিক মন্ডলীদের উৎসাহ ও অনুপ্রেরনায় শিাথীদের মাধ্যে নির্বাচন কমিশনের দ্বায়ীত্বে নির্দিষ্ট পুলিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগ করে ব্যলোটের মাধ্যমে ভোটার বুথ তৈরি করে এক কথায় প্রপার নিয়মানুযায়ী ভোট গ্রহন করা হয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার জানান, উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতেই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে কোমলমতি শিার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা ল করা গেছে। এই নির্বাাচন আয়োজনের মাধ্যমে শিশুরা গণতন্ত্র সম্পর্কে হাতে-কলমে শিা লাভ করতে পারবে ও নিজেদের অধিকার, মতামত সম্পর্কে জানতে পারবে। যা তাদেরকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। সফল ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি সকল শিক, শিার্থীর পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest