কুয়াকাটার সাথে যুক্ত হচ্ছে বরগুনার পাঁচটি পর্যটন স্পট

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

কুয়াকাটার সাথে যুক্ত হচ্ছে বরগুনার পাঁচটি পর্যটন স্পট
আবুল হোসেন রাজু, বরগুনা থেকেঃ পর্যটন নগরী কুয়াকাটার সাথে বরগুনার মোহনা পর্যটন, শুভ সন্ধ্যা সী-বীচ,হরিণঘাটা ও টেংরাগিরি ম্যানগ্রোভ এর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ উপকূল পর্যটন এর বিকাশ নিয়ে ‘ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক) ও বরগুনা জেলা প্রশাসন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসন কার্যলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পর্যটন বান্ধব জেলা প্রশাসন মোস্তইন বিল্লাহ, অারো উপস্থিত ছিলেন ( টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, আরো উপস্থিত ছিলেন টোয়াকের ১০ জন প্রতিনিধি । এছারাও বরগুনা গ্রান্ড খান ও ইহান পল্লীর ব্যাবস্তাপনা পরিচালক আরিফ খান,এবং সময় টেলিভিশন এর বরগুনা জেলার স্টাফ রিপোর্টার এম এ আজিম,ট্যুরেষ্ট বান্ধব ও ফটোগ্রাফার আরিফ রহমান প্রমুখ। এ সময় টোয়াক সদস্যরা কুয়াকাটা থেকে বরগুনার টেংরাগিরি বন,সোনাকাটা ইকোপার্ক,শুভসন্ধ্যা ও হরিণঘাটা পর্যটন কেন্দ্রে ট্যুর প্যাকেজ চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং পর্যটকদের সুযোগ সুবিধা নিয়ে ১০ টি দাবি জানান। বরগুনার জেলা প্রশাসক তাদের দাবী দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে পর্যটকদের স্বাগত জানান। এখন থেকে কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাটা থেকে ট্রলার বা স্পিডবোট করে বরগুনা এ পর্যটনকেন্দ্রগুলোতে যাওয়া যাবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest