বরিশালে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

বরিশালে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ সারাদেশের মত বরিশালে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। বরিশাল ১৫৮১ টি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে একযোগে শুরু হয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। সকাল দশ ঘটিকায় বিনা পানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নির্বাচন কার্যক্রম নিয়ে কথা বলেন এবং তাদের নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন। বিনা পানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২৬ জন শিক্ষার্থী ভোটার রয়েছে। পরে তিনি ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তাদের নির্বাচন কার্ষক্রম নিয়ে কথা বলেন এবং নির্বাচন কার্যক্রমের সার্বিক দিক তুলে ধরে তাদের সাথে কথা বলেন। ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০২ জন শিক্ষার্থী ভোটার রয়েছে। সেখান থেকে তিনি আখতারুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরিদর্শন কালে জেলা প্রশাসকসহ বিভিন্ন অতিথিরা প্রতিটি ভোটার কক্ষ পরিদর্শন করেন।আখতারুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৮ জন শিক্ষার্থী ভোটার রয়েছে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল সদর উপজেলা রফিকুল ইসলাম তালুকদার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারসহ স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নির্বাচন সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত চলে। বরিশাল জেলার ১৫৮১টি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ৭ জন করে স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচিত হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest