মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির আত্রাই উপজেলা শাখার নব নির্বাচিত কার্যকরী পরিষদ এর পরিচিতি ও মত বিনিময় সভা -২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০.৩০ ঘটিকায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম হলে পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদ ও সভাপতি বিসিডিএস, নওগাঁ জনাব মোঃ আতাউর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাউল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ঔষধ প্রশাসন জনাব মোঃ তাহমিদ জামিলে,নওগাঁ। আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি আত্রাই উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ আব্দুল লতিফ, সিনিয়র সহ-সভাপতি শ্রী সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠানে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি সংক্রান্ত নীতিমালা বিষয়ে আলোচনা ও ঔষধ ব্যবসায়ীর সাথে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। আমরা আজ শান্তি নিরাপদ ও স্বাছন্দে জীবন যাপন করছি। চলমান মুজীববর্ষে প্রেসক্রিপশন ছাড়া অ্যাটিবায়াটিক ওষুধ বিক্রয় হতে বিরত থাকতে কেমিস্টস ও ড্রাগিস্টসদের আহবান জানান তিনি। উপজেলার সকল ঔষধ ব্যবসায়ী কে নিবন্ধনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে আত্রাই উপজেলা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেন। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি আত্রাই উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ৷