তালতলীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

তালতলীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে সোমবার দুপুরে দক্ষিণ মালীপাড়া নির্মাণাধীন পাকা ভবন হোটেল শুভ সন্ধ্যায়। স্থানীয় সুত্রে জানাযায় জানাগেছে, তালতলী উপজেলা শহরের হোটেল শুভ সন্ধ্যা দ্বি-তল পাকা ভবনে সোমবার নির্মাণ শ্রমিকের কাজ করছিল মোমেশেপাড়া গ্রামের শাহ আলম প্যাদার ছেলে শাওনা প্যাদা। ওইদিন দুপুরে কর্মরত অবস্থায় শাওন বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার পূর্বেই শাওনের মৃত্যু হয়েছে। তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest