মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দূর্যোগ ব্যাবস্থাপনা অনুষদের নাম ও ডিগ্রি পরিবর্তন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪৫তম রিজেন্ট বোর্ডের সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রবিবার (২৩শে ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত প্রেসনোটে এ তথ্য জানানো হয়েছে। প্রেসনোটে উল্লেখ করা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যাবস্থাপনা অনুষদের পরিবর্তে পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যাবস্থাপনা অনুষদ করার সিদ্ধান্ত নেয়া হয়। ডিগ্রির নাম বিএসসি ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট এর পরিবর্তে বিএসসি ইন এনভয়ারর্মেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট করার সিদ্ধন্ত গ্রহন করা হয়েছে।