ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর হিলিতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি কারনে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির কারণে প্রয়োজনছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও কমে গেছে। এই বৃষ্টির কারণে ভোগান্তীতে পড়েছে অফিস, স্কুলগামীরা। বৃষ্টি উপো করে অনেককে ছাতা মাথায় নিয়ে ঘুরতে দেখা গেছে। শহরের অনেক দোকান পাট নিয়ে বসে আছে ক্রেতা না থাকায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এল এস ডি গোডাউনের সামনে খাদেমুলের চায়ের দোকানে বসে থাকা ভ্যানচালক মোঃ রাসেল বলেন, গেল রাতেও আবহাওয়া ভালো ছিল। সকালে দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যে কারণে কাজে বের হওয়া যাচ্ছে না। তাছাড়াও বৃষ্টির কারণে শহরে লোকজনের উপস্থিতি কমে গেছে।ভাড়াও কম হচ্ছে যে কারণে নিরব বসে থাকতে হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST