হারিয়ে যাওয়া অঙ্কিতার পরিবারের সন্ধান চায় পুলিশ

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

হারিয়ে যাওয়া অঙ্কিতার পরিবারের সন্ধান চায় পুলিশ

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ লঞ্চঘাট এলাকা থেকে অঙ্কিতা নামে এক শিশুকে উদ্ধার করেছে যাত্রীরা। সোমবার রাত ৯টা দিকে ওই মেয়েটিকে উদ্ধার করে নিকটস্থ সদর নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নৌ-থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মেয়েটি নিজের বাড়ির ঠিকানা বলতে পারছে না। তার পিতার নাম অভিলাস ও মায়ের নাম বলেছে শিলা। সম্ভবত বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশে ভুল লঞ্চে উঠে বরিশালে চলে এসেছে। এখন আর ফিরতে পারছে না। ওসি বলেন, কথাবার্তায় ধারণা করা হচ্ছে হারিয়ে যাওয়া মেয়েটির বাড়ি মেহেন্দীগঞ্জ উপজেলায় হতে পারে। তিনি বলেন, মেয়েটিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন বলেন, কেউ মেয়েটির পরিবারের সন্ধান পেলে কোতয়ালী মডেল থানায় বা সদর নৌ-থানায় যোগাযোগ করবেন। যেন হারিয়ে যাওয়া মেয়েটি পরিবারের কাছে ফিরতে পারে। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, আনুমানিক ১৩ বছর বয়সী মেয়েটি। সে তার পিতামাতার নাম আর নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারছে না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest