বরিশালের বিতর্কিত প্রধান শিক্ষক শাহ্ আলমের অপকর্ম দেখেও শিক্ষা প্রশাসন নিরব

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

বরিশালের বিতর্কিত প্রধান শিক্ষক শাহ্ আলমের অপকর্ম দেখেও শিক্ষা প্রশাসন নিরব

শফিউর রহমান কামাল, বরিশাল ব্যুরোঃ বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের আলোচিত প্রধান শিক্ষক শাহ্ আলম একের পর এক অপকর্মে জড়িয়ে পড়লেও শিক্ষা প্রশাসন নিরব। হাজারো অপরাধের সঙ্গে জড়িত থাকা প্রধান শিক্ষক শাহ্ আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও কর্তৃপক্ষকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে এখন পর্যন্ত অদৃশ্য খুঁটির জোরে বহাল তবিয়তে আছেন বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগী অনেকের । ভুক্তভোগীদের অভিযোগ, বিতর্কিত প্রধান শিক্ষকে অদৃশ্য শক্তির কারণে শিক্ষা প্রশাসন তার শক্তির কাছে মাথানত করে আছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেও শিক্ষা বিভাগ কোন ব্যবস্থা না নেয়ায় হতাশায় তারা। অভিযোগকারীরা প্রতিনিয়ত হেনস্তার স্বীকার হতে হচ্ছে প্রধান শিক্ষকের কাছে। এমনকি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকায় শাহ্ আলম দোর্দন্ড প্রতাপে তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধানে জানাযায়, বিতর্কিত প্রধান শিক্ষক শাহ্ আলমের অপকর্মের জন্য সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষক গত ১৬/৪/২০১৮ শালে একযোগে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেন যার জিডি কপি এই প্রতিবেদকের কাছে রয়েছে। অভিযোগে জানা যায় অভিযুক্ত প্রধান শিক্ষক শাহ্ আলম সহকারী শিক্ষকদের সাথে প্রতিনিয়তই কারণে অকারণে অশালীন ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলা সহ তাদেরকে চাকুরীচুত্য করার হুমকি দেন । এ ছাড়াও বিতর্কিত এই শিক্ষক যেখানেই চাকুরী করেছেন সেখানেই অপকর্ম করে মোটা অংকের টাকা-পয়সা দিয়ে নিজেকে রক্ষা করছেন। প্রধান শিক্ষক শাহ্ আলমের বিরুদ্ধে নানা অপকর্মের চিত্র তুলে ধরে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলে, এধরনের নিউজ করে তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না বলে হুমকি দিয়ে বেড়ায় প্রধান শিক্ষক শাহ্ আলম। এই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ প্রধান শিক্ষক শাহ আলমের একের পর এক জরিয়ে পরা নানা অপকর্মের কারণে ক্রমেই বেহাল অবস্থায় পরেছে দীর্ঘদিন পর্যন্ত সুনাম অর্জন করে আসা শিক্ষাঙ্গনটির। তাকে অপসারণ করা না হলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই কর্তৃপক্ষের নিকট আলোচিত সমালোচিত এই প্রধান শিক্ষক শাহ আলমের দ্রুত অপসারণ দাবি করেন তারা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest