মোল্লাহাটে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

মোল্লাহাটে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :- মোল্লাহাটে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গাড়ফা গ্রামে ইয়াসিনের বাড়ির উঠানে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারা তাসনীন। জাতীয় মহিলা সংস্থার সভাপতি আম্বিয়া জামানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির বাগেরহাট জেলা ব্যাবস্থাপক পলাশ হালদার ও প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের উপজেলা আইন সহায়তা কর্মকর্তা মিতালী মন্ডল ও কোহিনুর এবং সামাজিক ক্ষমতায়ন কর্মসুচি সংগঠক মোঃ ইদ্রিস আলী, গাড়ফা শিশু-কিশোর-কিশোরী কার্যালয়ের পরিচালক সজিব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা জুথিকা বিশ্বাস।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest