মো. ওমর ফারুক, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, কলাপাড়া পৌর ও কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রলীগের কমিটি দীর্ঘ ১৩ বছর পড়ে অনুমোদন পেয়েছে। বুধবার রাতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়ার স্বাক্ষরিত একটি প্যাডে এ কমিটি অনুমোদন পেয়েছে। কলাপাড়া উপজেলা ছাত্রলীগ’র কমিটিতে মোঃ নাজমুল হক সভাপতি এবং ফয়জুল ইসলাম আশিক তালুকদার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়াও সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ মোট ১২ সদস্যের উপজেলা ছাত্রলীগ’র একটি কমিটি ঘোষণা করা হয়েছে। একই সময়ে দুটি ভিন্ন ভিন্ন স্বাক্ষরের মাধ্যমে কলাপাড়া পৌর শহর ছাত্রলীগের কমিটিতে আসাদুজ্জামান শুভ কে সভাপতি ও জুয়েল রানা কে সাধারণ সম্পাদক ও কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রলীগ’র কমিটিতে আসাদুজ্জামান হিরণ কে সভাপতি এবং হাসানুজ্জামান অমি গাজী কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেন তারা। ছাত্রলীগের নতুন কমিটি দিতে কেন একযুগের বেশি সময় লাগল এ প্রশ্নের জবাবে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার বলেন, স্থানীয় কোন্দল ও দলাদলির কারণে এতদিন আমরা কমিটি দিতে সক্ষম হয়নি। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকের অনুমতি সাপেক্ষে এখন আমরা একটি সুন্দর কমিটি দিতে পেরেছি। এ বিষয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই প্রশ্নের জবাবে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকের ইচ্ছা ও বক্তব্যই আমার বক্তব্য। বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে কলাপাড়া ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যদের বিভিন্ন সামাজিক মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়। বিভিন্নস্থানে নেতাকর্মীদের মিষ্টিমুখ করতেও দেখা যায়। ছাত্রলীগের এ কমিটিগুলো আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যায়।