ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে নিজ ঘরে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্টে মো.দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মো.মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো.দেলোয়ার হোসেন ওই এলাকার মো.আমিনুল ইসলাম এর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি বলেন, শুক্রবার সকালে দোলোয়ার নিজ বাড়িতে বিদ্যুতের এলোমেলো তার ঠিক করছিল। এসময় সে ওই এলোমেলো তারে জড়িয়ে যায়। পরে তার স্ত্রী স্বামীকে বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে মেইন সুইচ বন্ধ করে দিয়ে তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST