বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ শুক্রবার সকাল ৯ ঘটিকায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে নগরীর পরশ সাগর মাঠ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন বরিশাল এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সভাপতি বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এস এম ইকবাল, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাহবুবা হোসেনসহ আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ তৌহিদুজ্জামান পাভেল, অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম, উপাদক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্যসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ৩য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন। এ সময় অতিথিরা স্কুল এন্ড কলেজের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করার পাশাপাশি মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা। পরে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest