উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের স্বর্গীয় কুশিশ্বর রায়ের স্মৃতি স্বরনে প্রার্থনা ও অতিথি সেবা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের স্বর্গীয় কুশিশ্বর রায়ের স্মৃতি স্বরনে প্রার্থনা ও অতিথি সেবা অনুষ্ঠিত
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি :-  শুক্রবার সাবেক চেয়ারম্যান শ্রী বাবু কুশিশ্বর রায়ের নিজ বাসভবনে শ্রাদ্ধকার্য সম্পন্ন হয়েছে। মৃত্যু কালে তিনি পাঁচ ছেলে,নাতি, নাতনি সহ অসংখ্য ভক্ত ও অনুরাগী রেখে গেছেন। তাঁর বড় ছেলে বাবু ধীরেন্দ্র নাথ রায় অবসর প্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক, মেঝো ছেলে বাবু বীরেন রায় প্রভাষক অমৃত লাল দে কলেজ, সেঝ ছেলে বাবু ডাঃ হরেন রায় চেয়ারম্যান, হারতা ইউনিয়ন পরিষদ, তারপরে দুই ছেলে বাবু নরেন রায় ও বাবু বিধান বায় ব্যবসা পরিচালনা করছেন। প্রয়াত বাবু কুশিশ্বর রায়ের পরিবারের পক্ষ থেকে আজকে অনুষ্ঠিত শ্রাদ্ধকার্য অনুষ্ঠানে আগত বিভিন্ন ধর্ম বর্নের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েন। এবং প্রয়াত বাবু কুশিশ্বর রায় পরকালে শান্তিতে থাকেন এই কামনায় সকলার প্রার্থণা কামনা করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest