মো.সাইফুল ইসলাম,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪০পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। শনিবার বেলা ১১টার সময় সুবিদখালী-পায়রাকুঞ্জ মহাসড়কের মফেজ গাজীর চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সাজেদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মফেজ গাজীর চায়ের দোকান সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে মাইনুল ইসলাম আনিক সিকদার(২৫) নামে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাসি করে ৪০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার কলাগাছিয়া গ্রামের হালিম সিকদারের ছেলে। তার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।