আলোকিত সময় ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ। আজ ২৯ ফেব্রুয়ারি শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে বরিশাল ২-১ গোলে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে। তবে দুই দলের দারুণ পারফর্মেন্সে জমজমাট একটা ফাইনাল দেখেছেন দর্শকরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সুযোগে গোল করে বাজিমাত করে বরিশালের ছেলেরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই ৪৮তম মিনিটে তৌহিদুলের গোলে চট্টগ্রাম এগিয়ে যায়। রাশেদুল ইসলামের গোলে বরিশাল সমতায় ফেরে ৬৬ মিনিটে। বাকি সময় কোনো দল গোল করতে না পারায় মূল সময় শেষ হয় সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১১ মিনিটে বরিশালের গোলাম রাব্বাী জয়সূচক গোলটি করেন। উল্লেখ্য, সেমিফাইনালে ২-০ গোলে খুলনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বরিশাল। আর অপর সেমিফাইনালে চট্টগ্রাম টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছিল ময়মনসিংহকে।