শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি। বরিশালের উজিরপুর সাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) জোহর বাড়ৈ (বিশু) এর বিরুদ্ধে বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ। এই বৃদ্ধা সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রায়ত মধু বিশ্বাসের স্ত্রী ফুলমালা বিশ্বাস (৮০) ভুক্ত ভোগী সুত্রে জানা গেছে যে গত ২০১৭ সালের জুলাই মাসে বয়স্ক ভাতা ভোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়ে,ডিসেম্বর ২০১৯ পর্যন্ত প্রতি মাসে ৫০০ শত টাকা হিসেবে ২৪ মাসে মোট ১৫০০০ হাজার টাকা ২৪ ফেব্রুয়ারী হারতা কৃষি ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করার জন্য সহি সাক্ষর নিয়ে ব্যাংক কাউন্টার থেকে মেম্বর বিশু (জোহান বাড়ৈ) বৃদ্ধার টাকা হাতে নিয়ে ৭৪০০ টাকা বৃদ্ধাকে দিয়ে বাড়িতে ফিরে যেতে বলেন। বৃদ্ধা মেম্বরকে জিজ্ঞেস করেন বাকী টাকা উওরে বলেন অন্য টাকা অন্যদের দিতে হবে এবং খরচ হয়েছে। বিষয়টি জানাজানি হোলে বিশু মেম্বর রাতের আধারে বৃদ্ধার বাড়িতে গিয়ে ঘুম থেকে জাগিয়ে সাদা কাগজে টিপ সহি নিয়ে বলে বাকী টাকা আগের নমিনিকে দিতে হবে। বিষয়টি জেলা সমাজ সেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃদ্ধা ফুলমালা জানান পরে বিশু মেম্বর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য পরিবারের সদস্যদের নানানভাবে চাপ প্রয়োগ করেন। এ বিষয়ে সাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড জোহান বাড়ৈ(বিশু) মেম্বর টাকা আত্নসাতের অভিযোগ অস্বীকার করে বলেন ঐ মহিলা (ফুলমালা) আগের ভাতা ভোগীর নমিনির সাথে টাকা ভাগাভাগি করে নিয়েছেন বলে শুনেছি। সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক আজাদের মুঠো ফোনে যোগাযোগ করা হোলে তাহার ছেলে বলেন যে তাহার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে চিৎসাদিন রয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম অভিযোগের বিষয়টি শুনেছেন বলে জানান। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবকস্থা নেওয়ার কথা বলেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।