মেহেন্দিগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

মেহেন্দিগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু
মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-  মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর এলাকার কালিকাপুর গ্রাম থেকে নার্গিস বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায়, রবিবার সকালে নার্গিস বেগমকে শশুরবাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায় বাড়ির সামনে পুকুর ঘাটে পড়ে থাকতে দেখে শাশুড়ি মোর্শেদা বেগম। পরে ডাক চিৎকার করলে ঘরের লোকজন এসে নার্গিস বেগমকে উঠিয়ে আনে। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের দাবি নার্গিস বেগমের স্বামী রিয়াজ হাং উপজেলা পুরাতন ডাক বাংলোর পাশে ফার্মেসীর ব্যাবসা করেন। যার সুবাদে সেখানে একটি মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে এতে বাধা দেওয়ার কারণে নার্গিসকে স্বামী রিয়াজ হত্যা করেছে। তারা আরো বলেন বিয়ের পর থেকে স্বামী রিয়াজসহ পরিবারের লোকজন নার্গিসের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। স্থানীয়রা বলেন স্বামীর সাথে নার্গিসের সম্পর্ক তেমন একটা ভাল যাচ্ছিলো না। তাই নার্গিসের মৃত্যুর ঘটনায় এলাকায় নানা বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবিদুর রহমান বলেন, সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। হত্যা না দুর্ঘটনা নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest