আবু মুসা স্টাফ রিপোর্টারঃ ২সন্তান সহ প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার নির্যাতিতা এক নারী।দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতিতা নিলিমা আক্তার এমিলি অভিযোগ করেন,স্বামী জালাল উদ্দিনের অব্যাহত নির্যাতন সইতে না পেরে ২০১৮ সালে ২ সন্তান সহ স্বামীর ঘর ত্যাগ করে বাবার বাড়ি নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামে আশ্রয় নেন। চাকরি নেন একটি এ্যাগ্রো প্রতিষ্ঠানে।গত ১৬ ফেব্রুয়ারি কর্মস্থল নাটোর শহর থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা স্টেশন থেকে সাবেক স্বামী জালাল ও সহযোগীরা এমিলিকে অপহরণ করে।যৌন নির্যাতনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারি আটক হয় জালাল।জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই জালাল হত্যার হুমকি দিতে থাকে এমিলিকে।
শেয়ার : ৩৫৯