মো.সাইফুল ইসলাম,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ ‘বীমা দিবসে শপথ করি,উন্নত দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র মির্জাগঞ্জ শাখার ইনচার্জ ডা.আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন মৃধা,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র মির্জাগঞ্জ শাখার ইনচার্জ (উন্নয়ন ও প্রশাসন) মো. বশির আলম খাঁন ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো.রফিক জোমাদ্দার প্রমূখ।