মোঃ জসমি উদ্দনি দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:- ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে ১ম জাতীয় বীমা দিবস গতকাল পালিত হয়েছে। কর্মসূচী বাস্তবায়নে কোম্পানীগুলোর পক্ষে সাংগঠনিক নেতৃত্ব দেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ৫টি বীমা কোম্পানীর কর্মী-কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় সূধী ও বীমা গ্রাহক এতে অংশগ্রহন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান। সভায় বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব দুমকি’র সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফারইষ্ট ইসলামী লাইফ’র ইনচার্জ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র সভাপতি এম আমির হোসাইন, ন্যাশনাল লাইফ’র জনবীমা প্রকল্পের ডিসি মো. মনিরুজ্জামান, হোমল্যান্ড লাইফ’র বিসি মো. ইলিয়াস খোন্দকার ফারইষ্ট ইসলামী লাইফ’র বিএম জান্নাতুল ফেরদৌসি ও ডেল্টা লাইফ’র ইউএম মো. শহিদুল ইসলাম প্রমুখ। জনবীমা প্রকল্পের বিএম আনোয়ার হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন ফারইষ্ট ইসলামী লাইফ’র ইউএম হাফেজ মো. ওয়ালি উল্লাহ। #