মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২০

মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
মোঃ ইব্রাহীম মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- মেহেন্দিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ লা মার্চ) সরকারী পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এ সময় প্রধান অতিথি পংকজ নাথ এবারের বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের আসরের অংশগ্রহনকারী ৪১টি দলের উদ্দেশ্য বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সার্বক্ষনিক ক্রীড়াঙ্গনকে উজ্জিবিত রাখতে হবে। ক্রীড়াঙ্গন উজ্জিবিত থাকলেই মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে। এ ছাড়াও সংসদ সদস্য ক্রীড়াঙ্গনে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন অন্যান্য টুর্নামেন্টের চেয়ে এবারে টুর্নামেন্টি একটু ব্যতিক্রম, কারন এই টুর্নামেন্ট আমাদের জাতির পিতার নামে টুর্নামেন্ট । তাই খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে, তবে সে প্রতিযোগিতা হবে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ। জয় পরাজয় মেনে নিয়ে একে অপরের পাশে থেকে সুন্দর ও সফল ভাবে টুর্নামেন্ট কে উঠানোর আহ্বান জানান। উদ্বোধনী খেলায় ‘‘দূর্গাপুর স্পোটিংক্লাব ও খরকী স্পোটিং ক্লাব অংশগ্রহণ করে। করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাফুজ উল আলম লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন খান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন হিমু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধী সমাজ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ রেফারীজ এসোসিয়েশনের বরিশাল শাখার সদস্য মোঃ খাইরুল বাশার।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest