বরিশাল গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৩৯ দোকান পুড়ে ছাইঃ১০কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

বরিশাল গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৩৯ দোকান পুড়ে ছাইঃ১০কোটি টাকার ক্ষয়ক্ষতি
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। আগুনে প্রায় ৩৯টি ছোটবড় ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সম্পূর্ণ পুড়ে গেছে বাসস্ট্যান্ড মার্কেট। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পৌর সুপার মার্কেট। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বাবুগঞ্জ ফায়ার সার্ভিস, উজিপুর ফায়ার সার্ভিস ও মাদারীপুর ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার সকাল ৬টায় বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা ও ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বলা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest