ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
মোঃ হাসিম, আঞ্চলিক প্রতিনিধিঃ “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” বিষয়ে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নবাবগঞ্জ সরকারি বহুমুখি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়নের ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে বাচাইকৃত ৯টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এতে অংশ গ্রহন করে। উপজেলা পর্যায়ে প্রথম হয়েছেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। প্রথম স্থান অধিকার কারীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার । এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন , উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ আল আলিমুল রাজিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST