গোলাম মাহমুদ শাওন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর সেরা ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হলেন ভোলা বোরহানউদ্দিনের মোহাম্মদ মোস্তফা কুদ্দুস। আজ ওসমানী মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে এই রাষ্ট্রীয় সম্মাননা তার হাতে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এনামুল হক, মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদের সদস্য বৃন্দ, মন্ত্রিপরিষদ সচিব গন এবং সরকারি ও রেড ক্রিসেন্ট এর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ। মোহাম্মদ কুদ্দুস রেডক্রিসেন্টে’র পাশাপাশি ভোলা বোরহানউদ্দিন এর সাচরা ইউনিয়নের দেউলা রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুনামের সহিত কর্মরত আছেন।