ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর) প্রতিনিধিঃ মালয়েশিয়ায় বিদ্যুস্পৃষ্টে কবির হোসেন (৪০) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছে। মারা যাওয়া কবির হোসেন ঝিকরগাছা উপজেলার বোরনী গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে যশোরের রাজগঞ্জের খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামে নানা বাড়ীতে থেকে বড় হয়েছে এবং সেখানে এক মেয়ে সন্তান রয়েছে তার। নিহতের মামা আব্দুল মজিদ বিশ্বাস জানান, বুধবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি নির্মাণ সাইটে কাজ করার সময় বিদ্যুস্পৃষ্টের শিকার হয় কবির হোসেন। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষ করে কবির হোসেনের মরদেহ দেশে আনা হবে। কবির হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST