মোংলায় নারী-শিশুসহ ১২ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

মোংলায় নারী-শিশুসহ ১২ রোহিঙ্গা আটক
মোঃ সাগর মল্লিক, বাগেরহাট সংবাদদাতাঃ বাগেরহাটের মোংলায় নারী-শিশুসহ দুই পরিবারের ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মিয়ানমারের আইক্যাপ প্রদেশের বগমপাড়া সদরের আবু সিদ্দিকের ছেলে মো. জাবেদ (৩২) ও তার স্ত্রী নূর বেগম (৩০), মেয়ে মোসা. রেশমী (১২), ছেলে মো. ইয়াসিন (৮), মো. কাল্লে (৬), মোসা. ইয়াসমিন(২) এবং মৃত রফিকের স্ত্রী মিসেস ফাতিমা (৩৩), ফাতিমার ছেলে মো. সৌমিন (১৩), মোসা. ইয়াসমিন (১১), মো. রশিদ(৮), মো. শফিক (৬), মোসা. রোকসানা (৩)। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ৯ মার্চ বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে এই রোহিঙ্গারা। সেখান থেকে ট্রেনযোগে খুলনা পৌছায়। খুলনা থেকে বাসে মোংলার দিগরাজে অবস্থান নেই পরিবার দুটি। গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে মোংলা পুলিশকে জানায়। মোংলা থানার এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একটি ওই দুই পরিবারের ১২ সদস্যকে আটক করে। তিনি আরও বলেন, অসাধু দালাল চক্র তাদেরকে বাংলাদেশে পুশ করেছে। তাদের মূল উদ্দেশ্য ছিল কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest