ঝালকাঠিতে বসতঘর ক্ষতিগ্রস্ত,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯

ঝালকাঠিতে বসতঘর ক্ষতিগ্রস্ত,বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

হাসান আরেফিন, ঝালকাঠি প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ঝালকাঠি জেলায় প্রায় চারশ বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া কিছু গবা‌দি পশুর মৃত্যু ও ক‌য়েক হাজার গাছ বিধ্বস্ত হ‌য়েছে।

রোববার (১০ ন‌ভেম্বর) রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগন।

সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়কসহ নিম্নঞ্চাল প্লাবিত হয়েছে। এছাড়া বৃষ্টির পানি জমে জেলার অনেক স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।

নলছিটি উপজেলা পরিষদ চত্বর, জেলা সরকারি কর্মকর্তাদের বাস ভবনসহ, অনেক গুরুত্বপূর্ণ স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিরসনে সেচ্ছাসেবী সংগঠনসহ সংশ্লিষ্টরা কাজ করছে।

জেলার চার উপজেলার কৃষকের রবিশস্যসহ বীজতলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। নলছিটি উপজেলার বিষখালি ও সুগন্ধা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভবানীপুর, রানাপাশা,নাচনমহল,তেতুলবাড়িয়া, হদুয়া জেলা শহরের কলাবাগান, কিস্তাকাঠি,সাচিলাপুরসহ বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে।

‌জেলা প্রশাসন জানায়, বসতবা‌ড়ির বাইরে কিছু প্রাথমিক ও মাধ্য‌মিক বিদ্যালয় ভবন আংশিক বিধ্বস্ত হ‌য়ে‌ছে। অ‌নেক সড়‌কে গাছ উপ‌রে প‌ড়ে প্র‌তিবন্ধকতার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যা সরা‌নোর কাজ চল‌ছে। সময় সা‌পে‌ক্ষে সব‌কিছু স‌ঠিকভা‌বে নিরূপন করা সম্ভব হ‌বে। এ‌দি‌কে দু‌র্যো‌গের কারণে শনিবার রাত ১০টা থে‌কে ঝালকাঠি জেলা শহরসহ বি‌ভিন্ন স্থা‌নে বিদ্যুৎ নেই। জানা‌গে‌ছে, বি‌ভিন্ন স্থা‌নে বৈদ্যু‌তিক তা‌রের উপর গাছ প‌ড়ায় এ সমস্যা দেখা দি‌য়ে‌ছে। এ কারণে শনিবার রাত থে‌কেই মোবাইল নেটওয়া‌র্কেও সমস্যা দেখা দি‌য়ে‌ছে। ইন্টার‌নে‌টেও ধীরগ‌তি র‌য়ে‌ছে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest