ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অর্ধকেজি গাঁজাসহ সমজান আলী শাহ (৫০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারী সমজান আলী উপজেলার মির্জাপুর গ্রামের মৃত খয়বর আলী শাহ্’র ছেলে। মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আত্রাই থানার এস আই মোস্তাফিজুর রহমান ও এএসআই মামুন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মির্জাপুর মধ্যপাড়া গ্রামের সমজান আলী শাহ্’র বাড়িতে অভিযান চালিয়ে অর্ধ কজি (৫০০ গ্রাম ) গাঁজাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এবং মঙ্গলবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST